তোমাকে দেখার পর

তোমাকে দেখার পর

তোমাকে দেখার পর আকেল হায়দার তোমাকে দেখার পর শরীরের গহীন থেকে জেগে উঠেছিলো এক আশ্চর্য রাতকানা রাত। প্রশস্ত দীর্ঘশ্বাসে কেঁপে কেঁপে উঠেছিলো হৃদয়ের প্রশান্ত নদী। তোমাকে দেখার পর দু’কূল ভেঙে উপচে পড়েছিলো উত্তুঙ্গ মাতাল ঢেউ। সোনালি পালকের বাহুডোরে জন্ম নেয়া কোজাগরী রাত...